আমরা প্রত্যেকেই ফ্রিল্যান্সিং মানে শুধু কোর্স করতে হবে মনে করি। কোর্স ছাড়াও ভিডিও টিউটোরিয়াল দেখে শেখা যায় যদি সাথে একজন গাইড দেওয়ার মত থাকে। তাই নয় কি?
আমরা আপনাকে কোর্সের ভিডিও গুলো ফ্রি তে প্রদান করবো। সাথে আমরা আপনাকে ফ্রি তে সাপোর্ট প্রদান করবো। আপনি যদি কোনো কিছুতে আটকে যান, তাহলে আমাদেরকে সাথে সাথে জানাতে হবে। আমরা প্রায় ৬৫০+ জনেরো বেশি মেন্টোরস আমাদের ফেইসবুক কমিউনিটি থেকে সবাইকে ২৪ ঘন্টা সহযোগিতা করি।
নিচে প্রতিদিনের ক্লাসের ভিডিও গুলো ফ্রি তে ডাউনলোডের লিংক রয়েছে। ডাউনলোড করে নিন।